প্রার্থীর নাম খালি রেখেই ঘাটালে তৃণমূলের প্রচার

শুভম চক্রবর্তী: নির্বাচনী পরীক্ষা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে অথচ এখনও পর্যন্ত নির্দিষ্ট হয়নি প্রার্থীদের নাম। সবুজ সঙ্কেত মেলেনি পিকের টিমের থেকেও। এদিকে সংরক্ষণের গেরোয় পড়ে সুবিধা মত জায়গা খুঁজতে মরিয়া ঘাটাল পৌরসভার বেশকিছু হেভিওয়েট নেতাও। তবে পাছে ব্যাকফুটে হাঁটতে হয় তাই নির্বাচনী জমি পোক্ত করতে আগেভাগে প্রার্থীর নাম খালি রেখেই দেওয়াল দখলে পুরোদমে নেমে পড়েছে সবুজ শিবির। বলাবাহুল্য যেখানে সিপিএম, কংগ্রেস ধীরে চলো নীতিতে চললেও বিজেপি এককদম এগিয়ে হেভিওয়েট নেতা এনে শুরু করলেও দেওয়াল দখলের লড়াইয়ে অন্যদের থেকে বেশকিছুটা এগিয়ে ঘাটাল তৃণমূল শিবির। তবে এই দেওয়াল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার মতো ভোট বাক্সের লড়াইও কতটা এগিয়ে থাকে শাসক শিবির সেই দিকেই তাকিয়ে ঘাটালবাসি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।