ঘাটাল মহকুমার ২৬টি ডাকঘর থেকে অনির্দিষ্টকালের জন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের মুখ্য ডাকঘরে একটি নেট টার্মিনাল সুইচার (ইনসেটের ছবিটা) বিকল হয়ে যাওয়ার জন্য সোমবার ১১ নভেম্বর থেকে সমস্ত রকম পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে •টাকা তোলা ও জমা দেওয়া •নথি রেজিস্ট্রি করা •ইন্টারভিউ লেটার, কল লেটার, মানি অর্ডার সহ সমস্ত রকমের চিঠি/পার্সেল ডেলিভারি বন্ধ রয়েছে। (প্রত্যেকটি নথিই অনলাইনে এন্ট্রি করে তবেই বিলি করা সম্ভব হয়। সেজন্য নথিভুক্ত চিঠি/পার্সেল বিলি বন্ধ রয়েছে।) যেসব ডাকঘরের পিন নম্বর ৭২১২১২ তাদের প্রত্যেকটি থেকে এই ধরনের সমস্ত পরিষেবা বন্ধ আছে এবং আগামী কয়েক দিন থাকবেও। ঘাটাল মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার তপন পাত্র বলেন, এই সপ্তাহে স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে পরিষেবা স্বাভাবিক হলেও হতে পারে। এদিকে ডাকঘর থেকে টাকা তুলতে না পারায় বহু মানুষ সমস্যায় পড়েছেন।  চিকিৎসা, উৎসব, পড়ার খরচ সহ নানান গুরুত্বপূর্ণ কাজকে বাতিল করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।   চিঠি না বিলি হওয়ার কারণে কত মানুষের যে সর্বনাশ হতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয়। কারণ ওই নথির মধ্যেই থাকতে পারে কল লেটার বা ইন্টারভিউয়ের মতো গুরুত্বপূর্ণ চিঠি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad