এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পোস্ট অফিস স্বাভাবিক হল, আগামী কাল থেকে পরিষেবা চালু

Published on: November 18, 2019 । 8:38 PM
তৃপ্তি পাল কর্মকার: ৮ দিন পর ঘাটাল শহরের মুখ্য ডাকঘরের পরিষেবা স্বাভাবিক হল। আগামী কাল থেকে ঘাটাল মুখ্য ডাকঘর সহ মহকুমার ৭২১২১২ পিন নম্বরের বাকী সমস্ত ডাক ঘরের পরিষেবা স্বাভাবিক হবে। আজ বিকেলে বিকল হয়ে যাওয়া যন্ত্রটি পাল্টানো হয়েছে। সমস্ত কম্পিউটারে লিঙ্ক স্বাভাবিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডাক বিভাগের সমস্ত কর্মীরা রেজিস্ট্রি চিঠি, পার্সেল সহ অন্যান্য নথি এন্ট্রি করার কাজে নেমে পড়েছেন। যাতে আগামী কাল অফিস শুরুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের হাতে চিঠিগুলি তুলে দেওয়া যায় সেই প্রচেষ্টাই চালানো হচ্ছে বলে ডাক দপ্তর সূত্রে জানানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad