এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল উৎসব ও শিশু মেলা: আগামী কাল চূড়ান্ত রায়

Published on: January 11, 2021 । 10:04 PM

তৃপ্তি পাল কর্মকার:  করোনা পরিস্থিতে ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা-২০২১’  বন্ধ রাখার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। আজ ১১ জানুয়ারি তার চূড়ান্ত রায় বেরোনোর কথা ছিল। কিন্তু প্রশাসনিকস্তরের একটি হলফনামা আজ হাইকোর্টে নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছানোর জন্য  চূড়ান্ত রায় বেরোয়নি। আগামী কাল ১২ জানুয়ারি ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা-২০২১’  সম্বন্ধে হাইকোর্টের রায় জানা যাবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad