এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিশালাকার বিরল মাছ ঘিরে চাঞ্চল্য

Published on: June 29, 2020 । 11:58 AM

সৌমেন মিশ্র: বিশালাকার বিরল সামুদ্রিক প্রাণীর মৃত দেহ উঠে এল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তটে। সোমবার সকালে ওই জেলার মন্দারমণির সমুদ্র সৈকতে ভেসে আসে এই বিশালাকার মৃত প্রাণীটি। প্রাথমিকভাবে এটিকে তিমি মাছ বলেই মনে করছে এলাকাবাসী। স্থানীয়দের থেকে জানাগেছে বেশ কয়েকবছর আগে দীঘার মোহনায় এমন এক প্রাণীর দেখা মিলেছিল। সেটি ছিল বেলিন হয়েল প্রজাতির তিমি মাছ।

সোমবারের সকাল থেকেই মন্দারমণির সমুদ্র সৈকতে এই মাছ দেখতে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন। স্থানীয় থানার নজর্দারিতে রয়েছে এই বিরল প্রাণী। তবে ইতিমধ্যেই মৎস্য দপ্তর কে খবর দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে কয়েকশো কেজি ছাড়াবে এই বিরম তিমির ওজন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now