দাসপুরে এক রক্তদান শিবিরে পুরুষদের টেক্কা দিল মহিলারা

সন্তু বেরা:রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত হল স্বেচ্ছায় রক্তদান শিবির আর সব্বাইকে অবাক করে ত্রিশ জনেরও বেশি মহিলা স্বেচ্ছায় রক্তদান করে দাসপুরের বুকে নজির গড়লেন। আজ ৬ জুন রবিবার দাসপুর ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিজেদের সভাকক্ষে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হয়। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,দাসপুরের ১ ব্লকের বিডিও বিকাশ নস্করের পাশাপাশি দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকও। গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দোলই জানালেন আজকের এই রক্তদান শিবিরে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদিতে উপস্থিত হলেও মোট ৫০ জনের রক্ত নেওয়া সম্ভব হয়েছে। তবে সবচাইতে অবাক করা বিষয় ওই ৫০ জন রক্ত দাতার মধ্যে ৩৫ জনই মহিলা রক্ত দাতা।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭