এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ইঞ্জিন ভ্যান উল্টে মর্মান্তিক মৃত্যু দুবরাজপুরের এক ব্যক্তির

Published on: June 26, 2020 । 7:41 PM

শ্রীকান্ত আদক:কলকাতার এক হাসপাতালে মৃত্যু ঘটল দাসপুর থানার দুবরাজপুর গ্রামের বছর ৪০ এর খেপু সিং এর। বৃহস্পতিবার সকালে ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার বালিপাতায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উলটে পাশের নয়নজলিতে পড়ে এক ইঞ্জিন ভ্যান।

ওই ইঞ্জিন ভ্যানে কমপক্ষে ১০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন। সেখানেই গুরুতর জখম হন ৩ ব্যাক্তি। তাদের মধ্যে এই খেপু সিংকে ওই দিন রাতেই ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতায়। শুক্রবার সকাল ৭টা নাগাদ তার মৃত্যু হয় বলে দুবরাজপুরের পরিবার সূত্রে জানা গেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭