এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা জুড়ে স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উৎসব পালিত হল

Published on: August 15, 2019 । 9:20 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১৫ আগস্ট ঘাটাল মহকুমা জুড়ে স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উৎসব পালিত হল।  এদিন সকালে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল মহকুমা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা তুলে মহকুমা বাসীদের উদ্দেশ্য ভাষণ দেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস এবং রাখী  বন্ধন পালিত হয়। বিস্তারিত ভাবে এই ভিডিওটিতে দেওয়া রয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad