এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রায় ১২৫ বছরের পুরনো স্কুলে প্রথমবার বসানো হল মনীষীদের মূর্তি

Published on: April 28, 2025 । 9:40 PM

অদিতি পান, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ব্লকের ঐতিহ্যবাহী ‘ইড়পালা কৃষ্ণমোহন ইন্সটিটিউশনে আজ ২৮ এপ্রিল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল সকলে। প্রায় ১২৫ বছরের পুরনো এই বিদ্যালয়ে প্রথমবার বসানো হল দুই মহান মনীষী।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচনের পাশাপাশি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
বিদ্যালয়ের তিনজন প্রাক্তন ছাত্র  অশোক গায়েন, মনমোহন চক্রবর্তী এবং শ্রীকান্ত পাল   মিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিটি দান করেছেন। অন্যদিকে, বিদ্যালয়ের টিআইসি   বিনয় রায়চৌধুরী ও প্রাক্তন ছাত্র মনসারাম পাল মিলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি দিয়েছেন। প্রতিটি মূর্তির খরচ হয়েছে ২০ হাজার টাকা করে। মূর্তি স্থাপনের জন্য নির্মিত বেদির খরচ   বিদ্যালয় নিজেই বহন করেছে।  বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৭০০-র বেশি এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৭। আজকের অনুষ্ঠানে স্পোর্টসের ৩৩টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিদ্যালয়ের মেধাবী ১৫ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে অস্ট্রেলিয়া নিবাসী অসিতবরণ রায়, ‘স্টুডেন্ট এডুকেশন ট্রাস্ট’ প্রতিষ্ঠা করে বিদ্যালয়কে ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই টাকা স্থায়ী আমানতে রাখা হয়েছে। তার সুদ থেকে মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার পরে সাত হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার মহকুমাশাসক   সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহ-সভাপতি বিকাশ কর-সহ বহু বিশিষ্ট অতিথি। বিদ্যালয়ের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীরা। পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now