ICDS সেন্টার নির্মাণ কাজে নিম্ন মানের মেঝে ঢালাই, অভিযোগ তুলে ঠিকাদারের কাজে আপত্তি স্থানীয়দের, পরে কাজ শুরু

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ: দাসপুর-২ ব্লকের শ‍্যামগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় একটি ICDS সেন্টারের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় কয়েকজন। আজ ২৪ ফেব্রুয়ারি সকালে ঠিকাদারের কর্মীরা ওই সেন্টারটির মেঝে ঢালাই করার কাজ শুরু করেন। সেই কাজ নিয়ম অনুযায়ী না হওয়ার অভিযোগ তুলে কর্মীদের ঢালাই কাজ বন্ধ রাখার জন্য বলেন কৃষ্ণেন্দু রাণা, গৌর সেনাপতি, বলাই সেনাপতি সহ স্থানীয় কয়েক জন। কিন্তু কেনো এই আপত্তি? স্থানীয়রা জানান, মেঝের উপর কোনও রকম ইঁট না বিছিয়ে কাদা পলিমাটির উপর ঢালাই করছে ঠিকাদারের কর্মীরা। ঢালাই কাজে আনুপাতিক হারে সিমেন্টের পরিমান খুব কম। খবর পেয়ে সেখানে পৌঁছান ঠিকাদার। তাঁর সাথে বেশ কিছু সময় বচসা হয় স্থানীয়দের। ঠিকাদারের দাবি সামনে ইঁট রাখা রয়েছে সেগুলি মেঝেতেই বসিয়ে তার উপর ঢালাই হবে। পরে ইঁট বিছিয়ে ঢালাই কাজ করতে শুরু করেন নির্মাণকর্মীরা। স্থানীয়রা জানান, আপত্তি না করলে দায়সারা ঢালাই কাজ করে দিত ঠিকাদার। পরে ক্ষোভের কথা শুনে এলাকায় যান সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার, নিয়ম মোতাবেক ইঁট ও অন্যান্য সমগ্রী দিয়েই ঢালাই কাজ হবে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।