সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে সাইকেলে দড়ি জড়িয়ে কেপমারি! এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া রহস্যে বড় সাফল্য পুলিশের। আরও একজন গ্রেপ্তার খড়্গপুরের শেখ রাজু। এই ঘটনায় মোট তিন জন ধরা পড়ল। সিসি ক্যামেরার সূত্র ধরে শনিবার প্রথমে ধরা পড়ে গোছাতির দম্পতি কানাই সামন্ত ও অষ্টমী সামন্ত। তাদের জেরায় উঠে আসে রাজুর নাম। সোমবার রাতে খড়্গপুর থেকে রাজুকে পাকড়াও করে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গোছাতির বাসিন্দা বৃদ্ধ তারাপদ পোড়িয়াকে এক যুবক দড়ি জটের নাম করে থামায়। দড়ির জট ছাড়াতে ব্যস্ত থাকতেই মিনিট পাঁচেকের মধ্যে ব্যাগ থেকে এক লক্ষ টাকার ব্যাগ উধাও হয়ে যায়। পরে ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চক্রটিকে শনাক্ত করে।পুলিশ শনিবার অষ্টমী ও কানাইকে গ্রেপ্তার করে। তাদের সূত্রে ধরেই সোমবার রাতে রাজুকে খড়্গপুর থেকে গ্রেপ্তার করে। রাজু জেরায় স্বীকার করেছে—“ঘটনাটা আমিই করেছি।” তদন্ত এখনও চলছে, আরও কেউ জড়িত কি না, দেখছে পুলিশ।
কেপমারির ঘটনায় স্বামী-স্ত্রী ধৃত








