এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

খড়ার পেঙ্গুইন ক্লাবের মেধা অন্বেষণ পরীক্ষা

Published on: December 26, 2025 । 9:32 PM
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ পেশায় বাচিক শিল্পী হলেও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। সংবাদ পাঠ তাঁর নেশা। এ ছাড়া মাঝেমধ্যে লিখতেও পছন্দ করেন।
📞 +919932954161 WhatsApp

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: খড়ার পেঙ্গুইন ক্লাবের উদ্যোগে বিগত আট বছর ধরে ধারাবাহিক ভাবে আয়োজিত হয়ে আসছে মেধা অন্বেষণ পরীক্ষা। চলতি বছরের ২১ ডিসেম্বর খড়ার অরবিন্দ বিদ্যালয়ে এই পরীক্ষাটি সম্পন্ন হল। এ বছর প্রায় ৩০০ জন পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পাঠরত তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। খেলাধুলাসহ মোট আটটি বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল এবং মাথাপিছু পরীক্ষার ফি ধার্য করা হয়েছিল ৬০ টাকা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি শ্রেণির প্রথম তিন স্থানাধিকারীকে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) বিশেষ স্কলারশিপসহ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া মেধা তালিকায় থাকা পরবর্তী ১০ জনকেও উৎসাহিত করতে পুরস্কৃত করা হয়। পেঙ্গুইন ক্লাবের সম্পাদক সুজিত রায় জানান, ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে পরিচয় করানো, পাঠ্যসূচির নির্দিষ্ট গণ্ডির বাইরে নিয়ে আসা এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও উদ্বুদ্ধ করাই এই পরীক্ষার মূল লক্ষ্য।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।