এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে সরকারি প্রকল্পের অর্থ নিয়ে লুকোচুরি, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

Published on: December 23, 2025 । 6:46 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ক্ষীরপাই: পাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ নিয়ে বড়সড় বেনিয়মের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর   ঘোষণা অনুযায়ী, প্রতিটি বুথের ছোটখাটো সমস্যার সমাধানে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হলেও, এই পৌরসভায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। অভিযোগ   তেলিবাজার, আনন্দপুর, মালিডাঙা এলাকা নিয়ে তথা ২৪০ নম্বর বুথের জন্য বরাদ্দ টাকা।   ২৩৯ নম্বর বুথ তথা শ্যামলগঞ্জে ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত খবর নীচের ভিডিও থেকে দেখে নিতেপারেন।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]