ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘড়ির কাঁটায় ১১টা পার। ছোট ছোট ছাত্র-ছাত্রীরা সবাই স্কুলে উপস্থিত। কিন্তু শিক্ষকদের দেখা নেই। তাই বাধ্য হয়েই স্কুলের অফিসে তালা দিয়ে বিক্ষোভ শুরু করলেন গ্রামবাসীরা। আজ মঙ্গলবার এমনই চিত্র দেখা গেল নাড়াজোল-১ চক্রের কিসমত কলোড়া প্রাথমিক বিদ্যালয়ে। দেরীতে স্কুল আসার অভিযোগে শিক্ষকদের ঢুকতে বাধা দিল গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও অভিভাবকদের অভিযোগ ছিল বিদ্যালয় দেরীতে খোলার। সেই সঙ্গে শিক্ষক মশাইরাও সঠিক সময়ে বিদ্যালয়ে আসছেন না। আজও সঠিক সময়ে বিদ্যালয় না খোলায় গ্রামবাসীরা একজোট হয়ে স্কুলে গিয়ে সোজা অফিসে তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষক স্কুলে পৌঁছালে তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।
ঘড়িতে ১২ টার কাঁটা ছুঁইছুঁই, তালা পড়ল দাসপুরের এই স্কুলে
Published on: July 12, 2022 । 2:20 PM










