দুয়ারে সরকার ক্যাম্পে দক্ষতার সাথে বিশৃঙ্খলা সামলালেন ঘাটালের ওসি, ক্যাম্প সফল হল নির্বিঘ্নে

সৌমি দত্ত নাগ, স্থানীয় সংবাদ, ঘাটাল: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিতে তুমুল হুড়োহুড়ি ক্যাম্পে। ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করতে শুরুতেই ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় ঘাটাল ব্লকের কুঠিঘাট স্কুলের ক্যাম্প চত্বরে। বিশৃঙ্খল পরিস্থিতির খবর পেয়ে তৎক্ষণাৎ ক্যাম্পে পোঁছে যান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও ঘাটালের বিডিও সঞ্জীব দাস। প্রথমেই ফর্ম বিতরণ কাউন্টারে উপচে পড়া ভিড় থেকে পুরুষ ও মহিলাদের আলাদা করা হয়। তারপর নিজে চিৎকার করে লাইন কন্ট্রোলের সাথে ফর্ম বিতরণেও হাত লাগান ওসি। তবেই ফেরে ক্যাম্পের সুষ্ঠ পরিবেশ। দিনভর ক্যাম্পে আসা প্রায় দুহাজার মানুষের সুবিধা অসুবিধার পাশে থাকেতে দেখা যায় ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করতে ক্যাম্পে এসেছিলেন এক প্রসূতি মা, তাড়াতাড়ি তাঁর আবেদন জমা করার ব্যবস্থা করে দেন ওসি নিজে। পুলিশের অগ্রণী ভূমিকাতেই এই ক্যাম্প কার্যত সফল হয়। প্রসঙ্গত এসি ঘরে বসে নয় রাজ্য সরকারের দুয়ারে সরকার উদ্যোগ সফল করতে শুরু থেকেই প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পে দফায় দফায় ছুটে যেতে দেখা যাচ্ছে ঘাটাল থানার পুলিশকে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।