ঘাটালে লক্ষীর ভান্ডার ফর্ম পূরণের জন্য মহিলাদের দীর্ঘ লাইন, লাটে উঠেছে করোনা বিধি

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল:লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণের জন্য মহিলাদের দীর্ঘ লাইন। ঘাটাল টাউন হল থেকে শুরু করে পোস্ট অফিস চক পার হয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত মহিলাদের লম্বা লাইন নজর টানছে সবার। গতকাল ১৬ আগস্ট সোমবার থেকে ঘাটালে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প। ক্যাম্পটি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই কর্মসূচিতে মূলত লক্ষীর ভান্ডার প্রকল্পটির সুবিধে পেতে সকাল থেকেই মহিলাদের লম্বা লাইন পড়ে গিয়েছে। যদিও চলতি ক্যাম্পে লক্ষীর ভান্ডার,স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু ও আধার সংক্রান্ত সহায়তা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজগুলি করা যাচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। আজ দুয়ারে সরকার ক্যাম্পের দ্বিতীয় দিনে ঘাটাল টাউন হলে ঘাটাল পৌর এলাকার চারটি ওয়ার্ড তথা ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ফর্ম দেওয়া ও জমা নেওয়া হচ্ছে। দেখা গিয়েছে, ঘাটাল টাউন হল থেকে শুরু করে পোস্ট অফিস চত্ত্বর পার হয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত মহিলাদের লম্বা লাইন। অনেকের অভিযোগ, দুয়ারে সরকার কর্মসূচিতে কোনভাবেই মানা হচ্ছে না করোনা বিধি, বেশিরভাগ মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে মুখে মাস্ক ছাড়াই। অনেকে অনুযোগ করে বলেন, কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা লাইনে দাঁড়ানো মানুষজনদের মাস্ক পরার দিকটা যেন নজর দেয়।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।