লকডাউনে ঘাটালে তাসের আড্ডা, পুলিশ পেঁদিয়ে খেদাল খেলোয়াড়দের

ছবিটি প্রতীকী

নিজস্ব সংবাদদাতা: লক ডাউন তবুও আজ ২৪ মার্চ ঘাটাল ১ নম্বর ওয়ার্ডের শুকচন্দ্রপুরে ক্রিকেট খেলছিল এলাকার যুবকরা, সামনেই তাস খেলার আসরও বসেছিল। বিকেল পাঁচটা নাগাদ পুলিশ গিয়ে লাঠিচার্জ করে বাড়ি পাঠিয়েছে সবাইকে। করোনা ভাইরাস নিয়ে এতো প্রচার চালাচ্ছে সরকার, তবুও সচেতনতা বাড়েনি সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে যারা ভিন রাজ্য থেকে ফিরেছেন, তারা বড্ড বেশি বেয়াড়া। কিছুতেই বাড়িতে থাকতে চাইছেন না তারা। অথচ সরকার থেকে প্রচার করা হচ্ছে ভিনরাজ্য থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ১৪ দিন। এই নির্দেশ মানতে চাইছেন না অনেকেই। তাই পুলিশের এই লাঠিচার্জ পজিটিভ ভাবেই নিচ্ছেন সচেতন মহকুমাবাসী।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad