উত্তম সামন্ত:১২ আগস্ট বুধবার রাতে ঘাটাল পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটাতে এই মালবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এভাবেই উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, লরিটি যেখানে উল্টেছে ওখানে স্থানীয় বাসিন্দারা প্রায়ই দাঁড়িয়ে থাকেন। তাই ঘটতে পারত বড় ধরনের অঘটন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










