এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মহিলাকে একা পেয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি? ধৃত গুনধর

Published on: September 6, 2024 । 11:49 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর থানার রাজনগরে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এলাকারই এক বাসিন্দা। এলাকার মহিলাদের অভিযোগ একেবারে দিনে দুপুরে শুক্রবারের দুপুর তখন সাড়ে ১২টা দাসপুর থানার রাজনগর রাসতলায় বছর ৫০ এর এক কাম শক্তিতে উন্মত্ত যুবক যার নাম নেপাল দোলই এলাকার এক মহিলাকে একা পেয়ে নির্জন এক পাকা বাড়ির ছাদে তুলে নিয়ে যায়। জানলে অবাক হবেন ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। বিষয়টি অনুধাবন করতে পেরে কিছুক্ষণের মধ্যেই খোঁজ করে ওই বাড়ির ছাদে পাড়ার মহিলারা পৌঁছে যায়। নেপালের হাত থেকে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে নেপালকে বাড়ির মধ্যে আটকে তালা ঝুলিয়ে দাসপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ওই নেপালকে থানায় তুলে নিয়ে গেছে। জানা যাচ্ছে নেপালের বাড়ি ওই রাজনগর গ্রামেই। দিনে দুপুরে রাজনগরের মতো জায়গায় মানসিক ভারসাম্যহীন মহিলার সাথে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে গ্রামের অন্যান্য মহিলারা।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।