দাসপুরে গৃহবধূর শ্লীলতাহানি: অবশেষে গ্রেপ্তার পাথর মিস্ত্রি

নিজস্ব সংবাদদাতা: গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুরের সেই পাথর মিস্ত্রি। ওই পাথর মিস্ত্রির নাম সিদ্দিকি আলি ওরফে সাইলাল। দাসপুর থানার গোপীগঞ্জে বাড়ি।  অভিযোগ, সাইলাল ও তার বন্ধু আনিসুর আলি ওই থানার নিশ্চিন্তপুরে এক পরিবারে পাথর বসানোর কাজ করছিল। ওই বাড়ির মধ্যেই গৃহবধূকে একা পেয়ে দুজন মিলে শুক্রবার গৃহবধূর শ্লীলতাহানি করে। গৃহবধূর চিৎকার শুনে ঘটনাটি প্রতিবেশীরা জেনে যায়। স্থানীয়রা জানান, তারপরই একটি ক্লাব বিষয়টিতে হস্তক্ষেপ করে। তারা সাইলালের কাছে মোটা টাকা হাতিয়ে নিয়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয় গৃহবধূকে থানায় অভিযোগ করতে বাধা দেয়। কিন্তু বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে গেলে পুলিশ নড়েচড়ে বসে। অভিযুক্ত সাইলালকে গ্রেপ্তার করে আজ ২৪ এপ্রিল ঘাটাল আদালতে তোলার ব্যবস্থা করে। আদালত সাইলালের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে সাইলালের সঙ্গী আনিসুর এলাকা থেকে পলাতক।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।