শ্রীকান্ত ভুঁইয়া: গৌরা থেকে টিউশনি পড়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল রামপুর স্কুলের দ্বাদশ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] শ্রেণির এক ছাত্রী। সন্ধ্যার পর ওই ছাত্রীকে একা পেয়ে আজুড়িয়া যাওয়ার পথে কন্যাশ্রী সেতুর সামনে এক যুবক ওই ছাত্রীটিকে সাইকেল থেকে জোর করে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি চিৎকার করতেই যুবকটি তার স্কু্টি রেখেই পলাশপাই খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। কয়েক দিন আগের ঘটনা। স্কুটিটি এখনও এলাকায় রয়েছে। পুলিশ জানিয়েছে, এনিয়ে ওই ছাত্রীটি এখনও কোনও অভিযোগ করেনি।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...