মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন করল প্রাইভেট শিক্ষক। শিক্ষকের নাম প্রবীর সানকি, বয়স প্রায় ৪৬ বছর। বাড়ি ঘাটাল শহরের নিশ্চিন্তপুরে। জানা যাচ্ছে, একদিন দু’দিন নয়, প্রায় এক মাস ধরে ওই ছাত্রীর যৌন নির্যাতন করে আসছে ওই শিক্ষক। ওই ছাত্রী যাতে বাড়ির কাউকে কিছু না জানায় সেজন্য তাকে হুমকিও দিয়েছে প্রবীর নামের ওই শিক্ষক। অবশেষে শারীরিক অসুস্থতা অনুভব করায় ছাত্রীটি তার মাকে সমস্ত বিষয়টি জানায়। মেয়ের কাছে থেকে পুরো ঘটনা শোনার পর ১৫ মার্চ ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ করেন ছাত্রীর মা। আজ বৃহস্পতিবার প্রবীরকে পুলিশ গ্ৰেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হলে আদালত তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে জানান সরকার পক্ষের আইনজীবী দিলীপকুমার দাস।
এই মুহূর্তে
দাসপুরে দুর্ঘটনায় গুরুতর জখম বাবা ও ছেলে
শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গোপীগঞ্জ সুলতানগর সড়কে দাসপুর থানার কলাইকুণ্ডুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইকের সাথে মুখোমুখি ধাক্কা বালির লরির। রাস্তার...