এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সব্জি বাজারের আস্তাকুঁড়ে মিলল সদ্যোজাত শিশু

Published on: August 1, 2019 । 8:51 PM

ঘাটাল প্রগতি মার্কেটের সব্জিবাজার মিলল এক সদ্যোজাত শিশু। শিশুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। আজ সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা নাগাদ সব্জিবাজারের আস্তাকুঁড়ে একটি ব্যাগের মধ্যে শিশুটিকে স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিসে জানায়।

পুলিস তৎক্ষণাত শিশুটিকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে শিশুটি কন্যা সন্তান।   শিশুটিকে কে বা কারা ফেলে যায় তা জানা যায়নি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭