অবৈধভাবে সরকারি প্রকল্পের গাছ কাটার অভিযোগ ক্লাবের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: অবৈধভাবে সরকারি প্রকল্পের গাছ কাটার অভিযোগ উঠলো ঘাটালের বালিডাঙ্গা বিনয় বাদল দিনেশ স্পোটিং ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ রাতের অন্ধকারে এনআরজিএ প্রকল্পের আওতায় লাগানো গাছের কিছু অংশ অবৈধভাবে কেটে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই নিয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজি জানান, বেশ কয়েক বছর আগে ঘাটাল পঞ্চায়েত সমিতির তরফে এনআরজিএ প্রকল্পের আওতায় ১ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে ঘাটালের বালিডাঙ্গা ও তার পার্শবর্ত্তী এলাকায় কয়েকশো চারাগাছ লাগানো হয়েছিল, গাছ লাগানো থেকে শুরু করে দেখভালের সমস্ত দায়িত্বে রয়েছে ক্লাব। ওই এলাকায় বর্তমানে সেচ দপ্তরের পক্ষ থেকে বাঁধ মেরামতির কাজ চলছে। দিলীপবাবু জানান, গত রাতে হঠাৎ শুনলাম পঞ্চায়েত সমিতি বা ফরেষ্ট দপ্তরেকে না জানিয়ে ক্লাব বেশ কিছু গাছ নিজের মত করে কেটে নিয়ে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অনুমতি ছাড়া এভাবে গাছকাটা সম্পূর্ণ অবৈধ। বিষয়টা ঘাটাল বিডিও ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি। বালিডাঙ্গা বিনয় বাদল দিনেশ ক্লাবের বর্তমান সম্পাদক শ্রীকান্ত সামন্ত বলেন, সেচ দপ্তরের তরফে বাঁধ মেরামতির কাজ চলছে, মেরামতির দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার ম্যানেজার ক্লাব কর্তৃপক্ষের কাছে বাঁধ সংলগ্ন কিছু গাছ কেটে নেওয়ার জন্য মৌখিক ভাবে জানান, তাঁদের মৌখিক আবেদনের ভিত্তিতে অল্প পরিমান কিছু মুঠি গাছ কাটা হয়েছে তবে বড় কোনও গাছ কাটা হয়নি। গাছগুলি বাঁধের পাশেই রাখা রয়েছে কোথাও পাচার করা হয়নি। তবে প্রশাসনিক অনুমতি না নিয়ে গাছ কাটা যে ভুল হয়েছে তা কার্যত শিকার করে নিয়েছেন ক্লাব সম্পাদক। ক্লাব সভাপতি উৎপল মাজি বলেন গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না তিনি সবটাই জানে ক্লাব সম্পাদক। ইতি মধ্যেই ঘাটাল ব্লক প্রশাসন, ঘাটাল পঞ্চায়েত সমিতি ও পুলিশ প্রশাসনের কর্তারা গাছ কাটার বিষয় নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন এবং অনুমতি ছাড়া আর যেন একটিও গাছ কাটা না হয় তার নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবকে। অবৈধভাবে গাছ কাটা নিয়ে বাঁধ মেরামতের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে প্রশাসন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।