এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সম্পত্তির জন্য বৃদ্ধাকে বেধড়ক মার

Published on: June 13, 2023 । 8:00 AM

নিজস্ব সংবাদদাতা: সম্পত্তি হাতানোর জন্য বিধবা বৃদ্ধাকে নির্মমভাবে বেধড়ক মারধোরের অভিযোগ জা ও প্রতিবেশীদের বিরুদ্ধে সত্তর বছরের বৃদ্ধা বিধবা সন্ধ্যা মাউরের বাড়ি দাসপুর থানার পুরুষোত্তমপুরে। একাই মাটির বাড়িতে থাকেন ওই বৃদ্ধা। নিজের মাটির বাড়ি সহ আড়াইকাঠা জায়গা রয়েছে সন্ধ্যা দেবীর। ওই সম্পত্তির বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। অভিযোগ ওই সম্পত্তি হাতানোর জন্যে প্রায় ভয় দেখাতো, হুমকি দিত জা গীতা মাউর সহ কয়েকজন প্রতিবেশী । শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বৃদ্ধা সন্ধ্যা মাউর কে তার জা সহ প্রতিবেশীরা চেলা কাঠ ও রড দিয়ে বেধড়ক মারধর করে। বৃদ্ধা প্রাণভয়ে চিৎকার করতে থাকেন। বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন কয়েকজন প্রতিবেশী। সেই সময় ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যায় অভিযুক্তরা।
প্রতিবেশীরা এসে দেখেন গুরুতর জখম অবস্থায় মাটির বাড়িতে বৃদ্ধাকে পড়ে আছেন। বৃদ্ধার শরীর জুড়ে অজস্র ক্ষতচিহ্ন। প্রতিবেশীরাই বৃদ্ধার মেয়ে ও আত্মীয়-স্বজনকে খবর দেন। এবং জখম ওই বৃদ্ধাকে নিয়ে যান দাসপুর গ্রামীণ হাসপাতালে। দাসপুর হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা বৃদ্ধার আঘাত গুরুতর থাকার কারনে তাকে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করে দেন ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে ওই বৃদ্ধা ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে পুরো ঘটনাটি দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বৃদ্ধার মেয়ে শ্যামলী মন্ডল। অভিযোগ পেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।