দাসপুরে টিউশন থেকে ফেরার পথে ইভটিজারের মুখে নবম শ্রেনীর ছাত্রী

ইভটিজিং এর অভিযোগ উঠল দাসপুর থানার সেকেন্দারি গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এলাকাবাসীর সহযোগিতায় ধরা পড়ল সেই যুবক। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই এলাকারই নবম শ্রেনীর এক ছাত্রী আজ ৩ ডিসেম্বর সকাল প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ কিসমত কলোড়ার সড়ক পথে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল।

অভিযোগ সেই সময় বাইকে করে এক যুবক ওই কিশোরীর পথ আটকায় এবং নানা কুরুচিপূর্ণ কথা বলে সাথে কিশোরীটিকে একটি মোবাইল দিতে চায়। কিন্তু ওই কিশোরী সে মোবাইল না নিয়ে সাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে যুবক কিশোরীর হাত ধরে টানাটানি করতে থাকে। এই পরিস্থিতিতে পথ চলতি কয়েকজন এসে ওই যুবক ও ছাত্রীটিকে ধরে ফেলে স্থানীয় ভিলেজ পুলিসকে জানায়। দাসপুর পুলিস তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যুবকটিকে থানায় নিয়ে যায়।

মেয়ের পরিবারে খবর গেলে মেয়ের পরিবারের কয়েকজন সদস্য ঘটনাস্থলে হাজির হয়। মেয়ের পরিবারকে বলা হয় দাসপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে,কিন্তু তা না করে তারা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে যায়। যুবকটির বাড়ি নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার সেকেন্দারিতে।

স্থানীয়দের অভিযোগ এ ঘটনা আজকের নয়, প্রায়শই ওই এলাকার কিছু যুবক বাইক নিয়ে মেয়েদের পিছু ধাওয়া করে এবং টোন কাটে, খালি রাস্তায় একলা পেলে গায়ে হাত পর্যন্ত দেয়। কিন্তু লোকলজ্জার ভয়ে কোনো মেয়ের পরিবারই এগিয়ে এসে ওইসব যুবকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় না। আর এর জেরেই বাড় বাড়ন্ত ওই সব তথাকথিত রকবাজ ছেলেদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!