আবার মিলল করোনা আক্রান্ত। রাজ্যে এবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪। এবার আক্রান্ত প্রৌঢ়। কয়েকদিন আগেই সর্দি কাশি ও জ্বর নিয়ে সল্টলেকের এক বেসরকারি নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন দমদম এলাকার ওই প্রৌঢ়।
জানাগেছে তিনি খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। আজ পরীক্ষা করার পর জানতে পারা যায় করোনায় আক্রান্ত তিনি। রিপোর্ট বলিছে তাঁর দেহে করোনা পজিটিভ। তবে জানা গিয়েছে বিদেশে যাননি তিনি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











