দাসপুরের রাজনগরে চাঞ্চল্য,একের পর এক পেঁচার মৃত্যু

আবারও মৃত লক্ষ্মী পেঁচা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দাসপুর থানার রাজনগর এলাকায়। বৃহস্পতিবারের সকালেই রাজনগর শনি মন্দিরের পাশেই এক পূর্ণ বয়স্ক লক্ষ্মী পেঁচার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সুজন পণ্ডিত জানিয়েছেন এই সপ্তাহের শুরু থেকেই গ্রামের বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই এই ধরনের পেঁচার মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের ধারনা বিষক্রিয়ায় এদের মৃত্যু ঘটছে। শুধু দাসপুর নয়। ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকাতেও একটি ভাবে পেঁচা মারা যাওয়ার খবর এসেছে। মনসুকা এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী মনীষা সেন বলেন, দুদিন আগে আমার দাদা মাঠ থেকে একটি অসুস্থ পেঁচা কুড়িয়ে বাড়িতে এনেছিল। সেটিও আজ ৬ ফেব্রুয়ারি মারা গিয়েছে।

ওয়াইল্ডলাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ জানিয়েছেন,পেঁচার উপর কাক,চিল বা এই জাতীয় অন্যান্য পাখির আক্রমণের ফলে অনেক ক্ষেত্রে পেঁচারা মারা যেতে পারে। দিনের আলো ফোটার আগেই নিশাচর পেঁচা নিজের বাসায় না ফিরতে পারলে তারা দিনের আলোতে প্রায় দৃষ্টিহীন হয়ে পড়ে। এবং ওই সুযোগে অন্যান্য পাখিরা ওদের ঠুকরে ঠুকরে মেরে ফেলে। তবে তিনি এবং তাঁর টিম ঘটনার উপর নজর রাখছেন বলে জানিয়েছেন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭