৬৮১ পেয়ে ঘাটাল মহকুমার স্কুলগুলি থেকে সম্ভাব্য প্রথম

অরুণাভ বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষায়, ৬৮১ নম্বর পেয়ে ঘাটাল [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মহকুমাতে প্রথম হয়েছে চন্দ্রকোণা-২ ব্লকের পলাশচাপড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কুর মণ্ডল। অঙ্কুরের বাড়ি ওই ব্লকেরই প্রসাদপুরে। বাবা অরিন্দম মণ্ডল চন্দ্রকোণা সাব পোস্ট অফিসের কর্মী। মা রিনাদেবী একজন গৃহবধূ। অঙ্কুর জানাচ্ছে, সে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা করে পড়াশোনা করতো। টেক্সট বই পড়া এবং নিয়মিত লেখা অভ্যেস করতে অঙ্কুর। ইংরেজি হল তার প্রিয় বিষয়। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার। তাই এখন থেকেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। পড়াশোনার পাশাপাশি খুব ভালো দাবা খেলে সে। মাঝে মাঝে ফুটবলও খেলে। মাধ্যমিকের টেস্টে সে ৬৮৩ নম্বর পেয়েছিল।  ২ নম্বর কমে যাওয়ায় আফসোস তো আছেই বলে জানায় অঙ্কুর। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কুরের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল বাংলায় ৯১, ইংরেজি ৯৭, গণিতে ১০০, ভৌত বিজ্ঞান ৯৯, জীবন বিজ্ঞান ৯৯, ইতিহাস ৯৫, ভূগোল ১০০, অপশনাল ইলেকটিভ অটোমোবাইল ৮০।

 

•ঘাটাল মহকুমার স্কুল ভিত্তিক ফলাফল 👉 https://www.ghatal.net/madhyamik-2023/ 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।