এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১০০ দিনের কাজে পার্থেনিয়াম গাছ কাটা হল ঘাটালে

Published on: July 24, 2021 । 12:14 PM

সোমেশ চক্রবর্তী, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ: আজ ২৪ জুলাই ঘাটাল ব্লকের মোহনপুর  গ্রাম পঞ্চায়েতের  লছিপুর সংসদের ১০০ দিনের জবকাডধারীরা লছিপুর মোড় থেকে জিপি অফিস পর্যন্ত পিচ রাস্তার দুই ধারে গজিয়ে ওঠা বিষাক্ত ও ক্ষতিকারক পার্থেনিয়ন গাছ নিধনে এগিয়ে এল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে যে রাস্তায় দৈনিক শয়ে শয়ে লোক, যানবাহন চলাচল করে সেই রাস্তার দুইধারে জাত পার্থেনিয়ন গাছগুলিকে নিধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকেই ওই গাছের ক্ষতিকারক দিকটি সম্পর্কে অবগত । পথচলতি মানুষকে পার্থেনিয়ন গাছের বিষময় ফল নিয়ে আগামী দিনগুলিতে কাজ চলাকালীন পোস্টার , ব‍্যার নিয়ে অবগত করানো হবে। সকলকেই এই ধরনের সমাজ উন্নয়ন মূলক কাজে এগিয়ে আসর জন্য অনুরোধ করা হচ্ছে। সমাজ সচেতনতা মূলক কাজে আমরা সকলের পাশে থাকার জন‍্য বদ্ধপরিকর। এ বিষয়ে মোহনপুর জিপির সহযোগিতায় ও অনুপ্রেরণায় এই কাজ চলছে ।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]