এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বৃক্ষরোপণ করে ‘অরণ্য সপ্তাহ’ পালন করা হল ঘাটালে

Published on: July 21, 2021 । 4:11 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সেই উপলক্ষে আমাদের ঘাটাল মহকুমাতেও বিভিন্ন জায়গায় অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। ১৪ জুলাই পৌরসভার পক্ষ থেকে কিছু গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ উৎসব পালন করার নির্দেশ দেওয়া হয়। আজ ২১ জুলাই ঘাটালের ১৪ নং ওয়ার্ডের এএলএফ -এর সদস্যরা বৃক্ষরোপণ করে অরণ্য সপ্তাহ পালন করেন। এএলএফ -এর সম্পাদিকা গোপালাল ঘোষাল সহ অন্যান্য সদস্য মন্দিরা সাহু, শিবানী পাল, চন্দনা পণ্ডা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গোপালালদেবী বলেন, আজ আমরা সবাই মিলে অলোক ঘোষাল ও কমল চৌধুরির বাড়িতে বৃক্ষরোপণ করি।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015