তনুপ ঘোষ: লক ডাউনে গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো দিন মজুরেরা। আজ ১৫ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের গঙ্গাদাসপুর গ্রামের বেশ কয়েকজন দিনমজুর একত্রিত হয়ে চাঁদা তুলে এলাকার গরিব দুঃস্থ মানুষদের চাল, ডাল, আলু ও মাস্ক তুলে দিল। হঠাৎ দিনমজুরদের এই ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসীও।
দুঃস্থদের পাশে দাঁড়াল ক্ষীরপাইয়ের দিন মজুরেরা
Published on: April 15, 2020 । 3:18 PM






