খড়ারে ২৪ বছর পর কালী পুজো হতে চলেছে

মনসারাম কর: একসাথে ফুটে উঠতে চলেছে শতাধিক দেবদেবীর পৌরাণিক কাহিনীর চিত্র। প্রায় দেড় বছর

আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। আর এই প্রতিমা তৈরির কাজ শেষ হলেই আগামী নববর্ষের শুরুতেই ঘটা করে হবে ঘাটাল থানার খড়ারের বারোয়ারি  পুজো। জানা গিয়েছে মান্ধাতা আমল থেকেই প্রচলন আছে এই  পুজোর। আগে দশ থেকে বারো বছর অন্তর এই পুজো অনুষ্ঠিত হলেও এবার তা ২৪বছর পর হতে চলেছে। এখনকার শেষ বারোয়ারি পুজো হয়েছিল ১৪০৩ সালে। এর প্রধান মূর্তি হল কালী। এই পুজোকে কেন্দ্র করে ৩০ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে বারোয়ারী মন্দির। এই নিয়ে খড়ার বারোয়ারী মন্দির পরিচালন কমিটির সভাপতি মনোজ কুমার কর্মকার ও সম্পাদক দিলীপ কুমার দেশী বলেন, মহা ধুমধাম করেই এই  পুজো হবে। মন্দির তৈরির সম্পূর্ণ তহবিল এসেছে এলাকার মানুষ এবং বাইরে কর্মরত যুবকদের কাছ থেকে। এছাড়াও পৌরসভার সরকারি অর্থানুকূল্যে একটি আটচালা তৈরি হয়েছে, প্রতিমা তৈরি এবং পুজোর আনুমানিক বাজেট ২০ লক্ষ টাকা।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad