পশ্চিমবাংলার মেয়ে-বউরা ভিনরাজ্যে পুজোতে মেতেছেন

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মানুষেরা কর্মসূত্রে থাকেন উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন শহরে। ভিন রাজ্যে থেকেও বাংলার রীতি-রেওয়াজ তাঁরা একদমই ভুলে যাননি। পশ্চিমবাংলার ঐতিহ্য বজায় রাখতে ভিনরাজ্যে শুরু করেছেন দুর্গাপুজো। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মীপুজো, কালীপুজো সবই পালন করে থাকেন। বঙ্গবাসী তাই বঙ্গযোগে তাঁদের কমিটির নাম দিয়েছেন বঙ্গবিধি দুর্গাবাড়ি সোসাইটি।
পশ্চিমবঙ্গের মেদিনীপুর, কলকাতা,হুগলি’র বাসিন্দারা এ রাজ্যে কর্মরত রয়েছেন। উৎসবের সময় সবাই একসঙ্গে মেতে ওঠেন উৎসবের আনন্দে। কীভাবে? সেটাই দেখতে থাকুন…

নবমীর রাতে ঢাকের তালে তালে বাঙালির মেয়েদের ধুনুচি নাচ সেইসঙ্গে দশমীতে সিঁদুর খেলা। এই দৃশ্যগুলি দেখলেই বোঝা যায় তাঁরা ভিনরাজ্যে পুজোতে কীভাবে মেতেছেন।

বাঙালির মেয়ে বউয়েরা একে অপরকে সিঁদুর পরিয়ে দশমী তিথিতে সিঁদুর খেলাচ্ছেন।
পুজো কমিটির…সঙ্গে কথা বলে জেনে নিই…
এতক্ষণ আপনারা দেখলেন হ য ব র ল’র পেজে ভিন রাজ্যে বাঙালিদের পুজো। ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গার দশমীতে মায়ের বরণ ও সিঁদুর খেলার দৃশ্য দেখতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের পেজে এবং হ য ব র ল’তে

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015