নিজস্ব সংবাদদাতা: ঘাটাল পুরসভা এলাকার হাইস্কুলের ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করল ঘাটাল পুরসভা। আজ ৫ আগস্ট পুরসভার মিটিং হলে ওই ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, ১৩ থেকে ১৮ বছর বয়সী কন্যাশ্রী প্রাপকদের নিয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আপার প্রাইমারি ও হাইস্কুল নিয়ে পুরসভা এলাকার মধ্যে মোট আটটি স্কুল রয়েছে। আমরা প্রত্যেক স্কুলকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তাদের মধ্যে ঘাটাল বসন্তকুমারী হাইস্কুল, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল, যোগদা সৎসঙ্গ হাইস্কুল এবং গুরুদাসনগর হাইস্কুলের ছাত্রীরা ওই ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ক্যুইজ পরিচালনা করেন ক্যুইজ মাস্টার তথা ওই পুরসভার ইঞ্জিনিয়ার শুভাশিস মণ্ডল।•ছবিগুলি পাঠিয়েছেন: ওই পুরসভার স্টাফ ইন্দ্রনীল মণ্ডল।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











