পুজোয় পোশাক দিয়ে ১০০০ শিশুর মুখে হাসি ফোটাবে দাসপুরের একটি সংস্থা

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর থানা এলাকার ১০০০দুস্থ ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দিচ্ছে এক সংস্থা। সংস্থার নাম ক‍্যুইজ ও ম‍্যানিয়া।সংস্থার এটি দ্বিতীয় বর্ষ। প্রথম বছরে অর্থাৎ গত বছর প্রায় এক লক্ষ টাকা খরচ করে ৫০০ ছেলেমেয়েকে নতুন পোশাক দেওয়া হয়েছিল। এবছর সংস্থার লক্ষ্যমাত্রা রয়েছে ১০০০।
সংস্থার পক্ষ থেকে সন্দীপ দে বলেন, আরও অর্থের সংস্থান হলে আমরা পরের বার আরও বেশি ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে পারব। অর্থের যোগান আসে কোথা থেকে? সন্দীপবাবু বলেন, আমরা টিমের প্রায় পঁচিশ জন সদস্য চাঁদা তুলি। এছাড়াও অনেক শুভানুধ্যায়ীরা এগিয়ে আসেন। অর্থ বা জামাকাপড় কিনে দুভাবেই সাহায্য করা যায় সংস্থাকে। সন্দীপবাবু বলেন এবছর দাসপুর থানা এলাকায় আমরা মহালয়ার দিন জামাকাপড় বিলি করব, কিছু জামাকাপড় জঙ্গলমহলে বিলি হবে ২২সেপ্টেম্বর। চাইলে যে কেউ সাধ‍্যমতো সাহায্য নিয়ে সংস্থার পাশে দাঁড়াতে পারেন। সংস্থার ফোন নম্বর 9732939737।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad