নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আজ ১২ আগস্ট দাসপুর-১ ব্লকের বেলিয়াঘাটায় স্থানীয় কিশোর ও যুবকদের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে রাখী বন্ধন উৎসব পালিত হল। বেলিয়াঘাটার সমাজসেবী সন্তু মোদক বলেন, বেলিয়াঘাটা এলাকার কয়েকজন ছাত্র-যুবর উদ্যোগে পথচলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে রাখী বেঁধে মানবতা ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে উৎসবটি পালন করা হয়।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












