এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গৌরায় পথ দুর্ঘটনা, গুরুতর জখম ১

Published on: February 11, 2021 । 1:57 PM

ইন্দ্রজিৎ মিশ্র ও শ্রীকান্ত ভুঁইয়া:মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাত গেল বাইক আরোহী,ঘটনাটি ঘটেছে আজ ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের গৌরা মার্কেটিং সামনে।ঘটনা সুত্রে জানা গেছে, কলোড়ার মহাপ্রভু বিল্ডারের ছয় চাকা একটি ডাম্পার গাড়ি মার্কেটিং এর সামনে ধর্ম কাঁটা মাল ওজন করে সড়কের দিকে আসছিল।সেই সময় ঘাটালের দিকে যাওয়া পাঁশকুড়া গামী একটি বাইক আরোহী সজোরে ধাক্কা মারে ওই ডাম্পারকে। সাথে সাথে বাইক আরোহী পড়ে গেলে ওই বাঁ হাতের উপর ডাম্পারের পেছনে চাকা চলো চলে যায়,স্থানীয়রা তাকে উদ্ধার করলে রানিং ডিউটিতে থাকা দাসপুর পুলিশের তৎপরতায় ঘাটাল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন আহত ওই বাইক আরোহী।আহত ওই বাইক আরোহীর নাম ইউসুফ মন্ডল, বাড়ি বীরভূম জেলার,মাঠবশড়ী গ্রামে। •ছবি পাঠিয়েছেন অভিজিৎ পাত্র

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/