এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লাগাতার পথ দুর্ঘটনা, ঘাটাল-পাঁশকুড়া সড়কে ব্ল্যাক স্পট

Published on: June 22, 2022 । 10:57 PM

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের দুঘর্টনা আটকাতে বড়সড় পদক্ষেপ।  [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দুঘর্টনা প্রবণ এলাকাগুলিকে ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিত করতে ঘাটাল মহকুমার ওপর রাজ্য সড়কগুলিতে দিনভর পরিদর্শন করলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। কলকাতা থেকে রোড সেফটি সেলের আধিকারিকদের সঙ্গে খড়গপুর আইআইটি ইঞ্জিনিয়ার এবং পূর্ত দপ্তর ও পুলিশ আধিকারিকদের একটি টিম দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোণা থানার অন্তর্গত রাজ্য সড়কগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। আজ ২২ জুন বুধবার মেচগ্রাম থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোণা পর্যন্ত বেশ কয়েকটি সড়কের দুঘর্টনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিতকরণ করা হয়। দাসপুর থানার গৌরা, সুলতাননগর, বকুলতলা, পীরতলা ও বেলিয়াঘাটা এই পাঁচটা জায়গা দুঘর্টনাপ্রবণ হিসেবে চিহ্নিতকরণ করা হয়। ঘাটাল থানার বরদা রানীরবাজার এবং চন্দ্রকোণা থানার মনসাতলা চাতাল, বাঁকা, শ্রীনগর সহ কয়েকটি জায়গা চিহ্নিতকরণ করা হয় দুর্ঘটনাপ্রবণ জায়গা হিসেবে। পুলিশ ও পূর্তদপ্তরসূত্রে জানা যায় এই জায়গাগুলিতে কীভাবে দুঘর্টনা কমানো যায় সেই লক্ষ্যেই আজকের এই পরিদর্শন। পরিদর্শন টিমে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে অ্যাডিশনাল এসপি, তিনটি থানার ওসি, জেলা ট্রাফিকের আধিকারিকরাও সামিল ছিলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।