এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে কনেযাত্রী যাবার পথে গতির লড়াইয়ে পথ দুর্ঘটনা

Published on: February 27, 2020 । 3:23 PM

বেপরোয়া দুই বাইকে গতির লড়াই। পথ দুর্ঘটনার কবলে চার বাইক আরোহী। বাইক সমেত রাস্তা থেকে ছিটকে পাশের খাদে। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহতদের পাঠানো হল হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হোসেনপুরে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় চারজন বাইক আরোহীই আহত তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

জানাগেছে দাসপুর থানার কল্যানপুর থেকে রাজনগরে এক বিয়েবাড়ির কনেযাত্রী তারা। স্থানীয়দের অভিযোগ, যাবার পথে নিজেদের মধ্যে রেসারেসি করতে গিয়েই বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা। এলাকাবাসী ও এলাকার সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭