এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে বাইক মারুতির মুখোমুখি ধাক্কা

Published on: September 18, 2022 । 3:46 PM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায় পথ দুর্ঘটনার কবলে মারুতি ও বাইক। মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম হন বাইক চালক। দাসপুর পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে পাঠানো হল ঘাটাল হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ দাসপুর থানার ডিহিপলসা বাসস্ট্যান্ডে মেদিনীপুরগামী এক মারুতির সাথে নাড়াজোলের দিক থেকে আসা এক বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে পড়ে বাইক চালক। স্থানীয় সিভিক ও এলাকাবাসীর তৎপরতায় আহত বাইক চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। জানা যাচ্ছে মারুতিটির যান্ত্রিক ত্রুটি ছিল। যাত্রীরা নেমে মারুতিটিকে ঠেলতে থাকলে মারুতি হঠাৎই চালু হয়ে যায়। সেই সময়ই বিপরীত দিক থেকে আসা ওই বাইকের মুখোমুখি ধাক্কা। দুর্ঘটনার জেরে ওই ব্যস্ত সড়কে সাময়িক যানযট সৃষ্টি হলে দাসপুর পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও মারুতিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭