চন্দন সাউ,দাসপুর:ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার পাঁচবেড়িয়াতে পথ দুর্ঘটনার কবলে বালি বোঝাই ডাম্পার।
আজ বুধবারের সকালে এলাকাবাসী দেখেন একেবারে রাস্তার ধারেই বড়সড় ডাম্পার উল্টে রয়েছে,চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বালি। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাতে রাত প্রায় দেড়টা নাগাদ বিকট শব্দ হয়। কয়েকজন গিয়ে দেখেন বালি বোঝাই গাড়ি উলটে রয়েছে। গাড়িটি ঘাটালের দিক থেকে মেচগ্রামের দিকে যাচ্ছিল। মনে করা হচ্ছে টানা বৃষ্টির জেরে রাস্তার ধারের নরম মাটিতে চাকা আটকে এই দুর্ঘটনা,তবে হতাহতের কোনো খবর নাই।
ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়ায় পথ দুর্ঘটনা
By সৌমেন মিশ্র
Published on: September 29, 2021 । 7:10 AM







