এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে বাইক দুর্ঘটনা,গুরুতর জখম বাইক চালক

Published on: May 22, 2020 । 5:12 PM

শুভদীপ জানা: শুনশান রাস্তা তারই মাঝে রাস্তার উপর পড়ে রক্তাক্ত অবস্থায় বাইক চালক। স্থানীয় ভিলেজ পুলিসের তৎপরতায় গুরুতর আহত ওই বাইক চালককে পাঠানো হল হাসপাতালে। ঘটনা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর সড়কের রাজারপুকুর মোড়ের।

আজ বিকেল ৩টা নাগাদ রাস্তার পথ চলতি মানুষ দেখেন এক বাইক উলটে পাশে পড়ে রক্তাক্ত অবস্থায় বছর ২৫ থেকে ৩০ এর এক যুবক,বেহুঁশ রক্তাক্ত। সে অর্থে এগিয়ে এসে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি কেউই। পরে স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটের নেতৃত্বে সিভিক ভলেন্টিয়াররা গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে এবং রাজনগর বাজার কমিটির পক্ষে খোকন কয়াল আহতকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যায়।

ঠিক কীভাবে এই দুর্ঘটনা,কেউ কি ধাক্কা দিয়ে পালিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে দাসপুর পুলিশ। তবে স্থানীয়দের দাবি আহত ওই যুবকের বাইকে আরও দুই মদ্যপ সওয়ারী ছিল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad