এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আগামী কাল ঘাটালের বিভিন্ন জায়গায় পথ অবরোধ

Published on: February 14, 2022 । 8:17 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:   আগামী কাল ১৫ ফেব্রুয়ারি ২০২২ কয়েকটি দাবি নিয়ে আদিবাসী সংগঠন ঘাটাল মহকুমার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পথ অবরোধের ডাক [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]দিয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে মেচোগ্রাম চন্দ্রকোণা সড়কের বকুলতলা এবং ক্ষীরপাইয়ের হালদার দিঘি মোড় সহ কয়েকটি জায়গায় বেশ কিছুক্ষণের জন্য পথ অবরোধ হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015