হঠাৎ কেনো স্কুলড্রেস বিক্রি বেড়ে গেল দোকানে?

আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়গুলি। শিক্ষাদপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিক ছন্দে ফিরছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। টানা প্রায় দুবছর পর পুনরায় বিধিবদ্ধ নিয়মে ক্লাসরুমে বসে পঠন-পাঠন করতে চলেছে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। দুবছর একটানা স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকায় বিধিবদ্ধ নিয়মে স্কুলড্রেস পরে স্কুলে যাওয়ার কথা ভাবেনি কচিকাঁচা থেকে শুরু করে তাদের অভিভাবকরা। গত দুবছরে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অনেক দৈহিক পরিবর্তন ঘটেছে। চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেও শীতের দাপট রয়েছে বেশ ভালই। তাই পড়ুয়াদের সঠিক মাপ মত স্কুলড্রেস ও তার সাথে মেচিং শীতের পোষাক কিনতে দোকানে দোকানে ভিড় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের। গত দুদিনে দোকানে বেড়েছে স্কুলড্রেস ও  বাচ্চাদের শীতের পোষাক বিক্রির বহর।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।