এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করুণ চোখে তাকিয়ে ওরা কেউ বাড়ায়নি সাহায্যের হাত

Published on: May 8, 2020 । 10:15 AM

কুমারেশ চানক:  করোনা আবহে ঘাটালের বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের মন ভার। করুন চোখে ওরা তাকিয়ে কেউ যদি সাহায্যের হাত বাড়ায়। ওরা জানে করোনার জন্য চারিদিকে সরকারি, বেসরকারি এবং রাজনৈতিক ভাবে অসহায় মানুষদের সাহায্য করা হচ্ছে। কখনও খাদ্য সামগ্রী, কখনও অতি প্রয়োজনীয় জিনিস আবার কখনও বা নগদ টাকা পাচ্ছে অনেকেই। কিন্তু ঘাটালের ১৬ নম্বর ওয়াডের সিনিওর সিটিজেন হোমে থাকা বয়স্করা জানাচ্ছেন তাদের হাতে একটা মাস্ক পর্যন্ত তুলে দেয়নি কেউ। বাজারে বাহারি রংবেরঙের মাস্ক থাকলেও নিজে থেকে কেনার সামর্থ্য তাদের নেই, অগত্যা সম্বল শাড়ির আঁচল। আসুন দেখে নেওয়া যাক কি বলছেন তারা।ভিডিও…

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।