এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বিশিষ্ট বামপন্থী নেতা শীতলচন্দ্র শী প্রয়াত

Published on: August 11, 2019 । 8:22 PM

শ্রীকান্ত ভুঁইঞা: প্রয়াত হলেন দাসপুরের সিপিএম নেতা শীতলচন্দ্র শী। তিনি ঘাটাল মহকুমা শিক্ষক আন্দোলনের অন্যতম নেতাও ছিলেন। ১১ আগস্ট রবিবার দুপুর আড়াইটা নাগাদ তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ১৯৪৬ সালে নোয়াখালিতে ছাত্র সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৫৬ সালে দলের সদস্যপদ পান। ঘাটাল জোনাল কমিটির সদস্য, দাসপুর জোনাল কমিটির সম্পাদক, এবং দীর্ঘদিন দাসপুর লোকাল কমিটির সম্পাদক ছিলেন। ১৯৭৭-৮২ সাল পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন। সোনাখালি উচ্চ বিদ্যালয়ের সম্পাদকের পদও সামলেছেন তিনি। এছাড়াও সিপিএমের অন্যতম নেতা ছিলেন। শীতলবাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177