দেবাশিস কর্মকার:দারিদ্রতাকে পেছনে ফেলে দাসপুর সেকেন্দারী গ্রামের সৌম্যজিৎ মুখোপাধ্যায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ সাফল্য লাভ করল। গত ১৬ অক্টোবর ওই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সৌম্যজিৎ ৭২০ মধ্যে ৬৩২ নম্বর পেয়ে সফল হয়েছে। তার সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে ৭৯৫৩। প্রসঙ্গত, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সে ৪৮৭ নম্বর পেয়ে এলাকার নাম উজ্জ্বল করেছিল। এখন সৌম্যজিৎ-এর স্বপ্ন এম.বি.বি.এস পড়ে একজন ভালো ডাক্তার হওয়া। তার এই অর্জিত সাফল্যে খুশি সৌম্যজিৎ-এর পরিবার এবং গর্বিত এলাকাবাসী। নন্দনপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র সৌম্যজিৎ প্রথম থেকেই মেধাবী ছাত্র হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের সমাদর লাভ করে। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে ৬৬৭ নম্বর পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে সে। সৌম্যজিৎ- এর বাবা অরুময় মুখোপাধ্যায় টুইশন করে সংসার চালান। দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হলেও একমাত্র ছেলের পড়াশোনাতে সবসময় উৎসাহ দিয়ে গিয়েছেন। সৌম্য ‘নিট’ পরীক্ষার প্রস্তুতির জন্য মেচেদা পাথফাইন্ডারে পড়াশোনা করেছে। সে জানিয়েছে, পরীক্ষার আগে প্রত্যেক দিন গড়ে ১০-১২ ঘন্টা করে ধারাবাহিক পড়াশোনা করেছে। এছাড়া পড়াশোনার বাইরে নানা রকমের বইপত্র পড়াশোনা করা তার হবি। উল্লেখ্য, সর্বভারতীয় র্যাঙ্ক-এর পাশাপাশি ইকোনমিক্যালি উইকার সেকশন কোটা তথা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে সৌম্যজিৎ ৭৬৯ র্যাঙ্ক করেছে। সৌম্যজিৎ-এর আগামীদিনের উচ্চশিক্ষায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে তার স্কুলের প্রধানশিক্ষক রাজকুমার দাসকর্মকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল: ৯৮০০৮০৮৪৮০।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
দাসপুরের সৌম্যজিৎ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ সফল
Published on: October 22, 2020 । 8:57 PM









