এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ফোন নম্বর দিতে রাজি না হওয়ায়, রাস্তায় ছাত্রীদের উত্যক্ত, গ্রেপ্তার তিন রোমিও

Published on: January 24, 2025 । 11:59 AM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রোমিওদের ফোন নম্বর দিতে রাজি না হওয়ায় ছাত্রীদের রাস্তায় আটকে উত্যক্ত, হেনস্তা এবং শেষে পায়ে ধরে ক্ষমা চাওয়ানোর অভিযোগ উঠল তিন রোমিওর বিরুদ্ধে, পরে গ্রেপ্তার ওই তিন রোমিও

বেলিয়াঘাটার এক কোচিং সেন্টার থেকে সন্ধ্যায় বাড়ি ফিরছিল দশম শ্রেণির দুই ছাত্রী ও তিন ছাত্র। সন্ধ্যে ৭টা নাগাদ বেলিয়াঘাটা-দুবরাজপুর রাস্তায় হঠাৎই তিন যুবক বাইকে করে সিনেমার কায়দায় পড়ুয়াদের সামনে নেমে তাদের পথ আটকে দেয়। তারপরই ছাত্রীদের ফোন নম্বর চায় পেশায় স্বর্ণকার ওই তিন রোমিও। ছাত্রীরা ফোন নম্বর দিতে না রাজি হলে তাদের নানা ভাবে উত্যক্ত করা হয়। দশম শ্রেণির এক ছাত্র প্রতিবাদ করতে গেলে রোমিওরা তাকেও মারধর করে। এতেও থেমে থাকেনি রোমিওরা। রাস্তার উপরেই ছাত্রছাত্রীদের জোর করে রোমিওদের পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করানো হয়। শুধু তাই নয়, পরে সেই পায়ে ধরার ভিডিও রোমিওরা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করে দেয়।

ওই ঘটনারপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ অশোক ভুঁইয়া, বিজয় বেরা এবং দেবাশিস মণ্ডল নামে তিন রোমিওকে গ্রেপ্তার করে। তিন রোমিওর বাড়িই গোপীনাথপুরে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হবে।

বেলিয়াঘাটা-দুবরাজপুর রাস্তায় এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি। তাই আতঙ্কিত বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। প্রঙ্গত, যে ছাত্রীদের উত্যক্ত করা হয়েছিল তারা প্রত্যেকেই গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।