শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রবিবার ১৪ ডিসেম্বর মেদিনীপুর জেলা (অখণ্ড) বিদ্যাসাগর স্মরণ সমিতি আয়োজিত অষ্টম শ্রেণির দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। ঘাটাল মহকুমার কেন্দ্র হিসেবে ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠে এই পরীক্ষা দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণ সমিতি, ঘাটাল মহকুমা শাখার সভাপতি গৌরীশঙ্কর বাগ, সম্পাদক তাপস পোড়েল, কোষাধ্যক্ষ বিভা পাল, এবং সহকর্মী রূপশঙ্কর আচার্য প্রমুখ। সেন্টার ইন-চার্জের দায়িত্ব পালন করেন উদয় শঙ্কর মুখোপাধ্যায়। তিনি জানান, মোট ৬০ জনের নাম জমা পড়লেও পরীক্ষায় অংশ নিয়েছে ৫৫ জন ছাত্র-ছাত্রী। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা স্তরে এককালীন ১৫০০ টাকা এবং মহকুমা স্তরে এককালীন ১০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। জেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে এবং মহকুমায় তাঁর জন্মদিবসকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, বৃত্তি প্রদান ছাড়াও মহকুমায় শতাধিক ছাত্র-ছাত্রীদের পাঠোপকরণ প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে।













